মাহফুজ মামুন:
চুয়াডাঙ্গায় নতুন করে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে। নতুন ৪ জনের মধ্যে একজন শিশুও রয়েছে। এদের বাড়ি দর্শনা ও আলমডাঙ্গায়। এছাড়া কুষ্টিয়া ১৫ জন, মেহেরপুরে ২ জন ও ঝিনাইদহ জেলায় ৫ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে করোনা সনাক্তের এ তথ্য পওয়া যায়।
চুয়াডাঙ্গায় নতুন আক্রান্ত ৪ জন বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। জানা যায়, মঙ্গলবার (৯ জুন) রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে চুয়াডাঙ্গার ৬৬টি রিপোর্ট আসে। এর মধ্যে নতুন করে চার জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আলমডাঙ্গা উপজেলায় ২ জন ও দর্শনায় ২ জন। নতুন করোনা আক্রান্তের মধ্যে ৪ বছরের এক শিশু রয়েছে। চুয়াডাঙ্গায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩১ জন। সুস্থ্য হয়েছেন ৮৩ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। আর করোনা আক্রান্ত একজনে চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। বর্তমানে প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪৬ জন রোগি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ