কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল করিম বিশ্বাসের পিতা রহিম বিশ্বাস (৮৫) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শনিবার সন্ধ্যার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগরে রহিম বিশ্বাসের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৪ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল ৯ টার দিকে শিবনগর ঈদগাহে জানাযা শেষে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে শিবনগর মসজিদ প্রাঙ্গনে মৃতব্যক্তির দাফনকার্য সম্পন্ন করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ