কুষ্টিয়ায় আবারো বাড়ছে করোনা!

কুষ্টিয়া প্রতিনিধি: আবারো বাড়তে শুরু করেছে কুষ্টিয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ২৩১ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ২১ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় ১৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। গত এক সপ্তাহে এ জেলায় ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে এখানে ৫৭ জনের করোনা শনাক্ত হয়। এখন প্রতিদিনই জেলায় পাল্লা দিয়ে করোনার সংক্রমণ বাড়ছে। ইতোমধ্যেই করোনার ওমিক্রন ভেরিয়েন্টের জন্য কুষ্টিয়াকে উচ্চঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ডেলটা ভেরিয়েন্ট ব্যাপকহারে ছড়িয়ে পড়ার সময়ও কুষ্টিয়াতে করোনা সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছিলো। এ পর্যন্ত শুধু কুষ্টিয়াতেই করোনায় আক্রান্ত হয়ে মোট ৭৮৯ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, করোনার ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত রোগীদের মধ্যে খুব বেশি লক্ষণ দেখা যাচ্ছে না, তাই বেশিরভাগ রোগীই বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে কুষ্টিয়ার ১৭৩ জন করোনা রোগীর মধ্যে জেনারেল হাসপাতালে ৫ জন চিকিৎসা নিচ্ছেন। এ হাসপাতালে করোনার জন্য ৫০ বেড রাখা হয়েছে। এদিকে, করোনা বাড়লেও মানুষ স্বাস্থ্যবিধি একেবারেই মানছে না। মাস্ক না পরেই অধিকাংশ মানুষ শহরে, হাটে, গ্রামে স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। প্রশাসনও নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More