চুয়াডাঙ্গায় আরও দুজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও দুজন নোভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত দুজনেরই বাড়ি জেলা শহরের ইমাজেন্সি সড়কপাড়ায়। গতকাল আরও ৩ জন সুস্থ হয়েছেন। নতুন নমুনা নেয়া হয়েছে ১৭ জনের।
চুয়াডাঙ্গায় নতুন শনাক্ত ২ জনকে দিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫শ ৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪শ ৯৬ জন। গতরাতে শেষ খবর পাওয় পর্যন্ত হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৭ জন, বাড়িতে আইসোলেশনে ছিলেন ৪৯ জন। চুয়াডাঙ্গা জেলা নোভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির তরফে বারবারই বলা হচ্ছে, বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সর্বক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানতে হবে। শীতে করোনা ভাইরাস সংক্রমণ ভয়াবহ আকারে রূপ নিতে পারে। একজনের অসতর্কতার কারণে সমাজ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে।