চুয়াডাঙ্গায় আরও ৪৩ জনের শরীরের করোনা শনাক্ত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় নতুন করে ৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৫৫২ জনে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৯ জন এবং জেলার বাইরে ২০ জন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ৩১৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে নতুন ৪৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৬০ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৫৫২ জনে। এদিন কেউ সুস্থতার সনদ পায়নি। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সনদ পেলেন ৬ হাজার ৮০২ জন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন সাজ্জাৎ হাসান বলেন, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি। এদিন কেউ সুস্থতার সনদ পায়নি। নতুন শনাক্ত হয়েছে ৪৩ জন।