চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার ডিহি গ্রামের হায়দার হোসেন নামে এক কৃষক পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার সকাল বাড়ির পাশের একটি পুকুরে গোছল করতে গেলে পানিতে ডুবে মারা যায়। স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গার সদর উপজেলার ডিহি গ্রামের জোয়ার্দ্দারের ছেলে হায়দার হোসেন(৫৫)। তিনি কৃষি কাজ করতেন। বুধবার ভোরে বাড়ির পাশের একটু পুকুরে গোছল করতে যায়। আসতে দেরী হওয়ার কারনে স্বজনরা খোজাখুজি শুরু করে। সকল ৮টার দিকে তার লাশ পুকুরে ভাসতে দেখে।