স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর থেকে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলা শহরের কেবি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমনের কাছ থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব।
র্যাব জানিয়েছে, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাবের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচএম শফিকুর রহমানের নেতৃত্বে জীবননগরে অভিযান পরিচালনা করা হয়। পরে জীবননগর থানাধীন জীবননগর বাজারের কেবি মার্কেট সূচনা টেলিকমের সামনে থেকে মাদকব্যবসায়ী এসএম রফিকুল আলম সুমনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭৫ বোতল ফেনসিডিল। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী এসএম রফিকুল আলম সুমন (৩৪) জীবননগরের নওদা তেতুলিয়া গ্রামের শরিফুল আলমের ছেলে। গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারার মামলা দায়ের করে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র্যাব।
এছাড়া, আরও পড়ুনঃ