জীবননগর ব্যুরোঃ জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে শুভ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে বিদ্যুতস্পৃষ্টের এ ঘটনা ঘটেছে।
মৃগমারী গ্রামের ইউপি সদস্য মো. ওবায়দুর রহমান জানান, মৃগমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে শুভ (১০) বেলা ১১ টার সময় নিজ বাড়িতে গান শোনার জন্য সাউন্ড বক্সে বিদ্যুতের সংযোগ দিচ্ছিলো। এ সময় বিদ্যুতের ত্রুটিপূর্ণ তারে সে বিদ্যুতায়িত হয়। দ্রুত প্রতিবেশীরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হেদায়েত বিন সেতু তাকে মৃত্যু ঘোষনা করেন।
জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পষ্টে মৃত্যুর ঘটনা তিনি শুনেছেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ