ডেস্ক নিউজ:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে মধ্যবয়ষ্ক এক নারী ভিক্ষুকের। আজ শুক্রবার বেলা ১২টার দিকে খুলনাগামী মহানন্দা ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের ওপর ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিলে তিনি মারা যান।
নিহত ভিক্ষুক বেলিয়া খাতুন শারীরিক প্রতিবন্ধী জাহাঙ্গীর আলমের স্ত্রী।
তিনি প্রায় এক যুগ ধরে স্বামীর সঙ্গে আলমডাঙ্গা স্টেশনের নিকটবর্তী রেললাইনের ধারে বসবাস করে আসছিলেন।
এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো তিনি আজ সকালেও ভিক্ষাবৃত্তির জন্য বাড়ি থেকে বের হন। দুপুরে ভিক্ষা শেষে রেললাইন পার হয়ে বাড়ি ফেরার সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী ডাউন মেইল মহানন্দ ট্রেনে ধাক্কা লাগে।
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আলাল উদ্দীন জানান, নিহত বেলিয়া খাতুন কানে কম শুনতেন। তাঁর স্বামীর একটা হাত নেই। তারা দুজনেই ভিক্ষা করতেন।