মেহেরপুর অফিস: গত ২৪ ঘ-ায় মেহেরপুরে আরও ৭ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় বর্তমানে মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা ১০৯ জন। নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে রয়েছেন মেহেরপুর গাংনী উপজেলায় ৩ জন ও মুজিবনগর উপজেলায় ৪ জন। গতকাল বুধবার রাত ৮ টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা শেষে গতরাতে নতুন ৪৬ জনের ফলাফল মেহেরপুর পৌঁছে। যার মধ্যে ৭ জনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৩ হাজার ৫৫৬ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৫০১ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৩৮৫ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ২১২ জন, গাংনী উপজেলায ১৪৪ জন এবং মুজিবনগর উপজেলায় ২৯ জন রয়েছেন। এছাড়া মারা গেছেন ১২ জন। বাকি চিকিৎসাধীন ১০৯ জনের মধ্যে সদরে ৪৮ জন, গাংনীতে ৩৮ জন এবং মুজিবনগরে ২৩ জন রয়েছেন। মারা যাওয়া ১২ জনের মধ্যে সদর উপজেলার ৬ জন, গাংনী উপজেলার ৫ জন এবং মুজিবনগর উপজেলার ১ জন রয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ