লংমার্চে ইমরান খান গুলিবিদ্ধ

 

স্টাফ রিপোর্টার: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বন্দুক হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। পায়ে গুলিবিদ্ধ ইমরানের জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। তিনি শঙ্কামুক্ত। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদ জেলায় পিটিআইয়ের লংমার্চে হামলার ঘটনা ঘটে।এতে পিটিআই চেয়ারম্যান ইমরান ছাড়াও সিনিয়র নেতা ফয়সল জাভেদ ও আহমদ চাত্তা আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চের কনটেইনার লক্ষ্য করে গুলি করে এক অজ্ঞাতপরিচয় হামলাকারী। করাচি থেকে ইসলামাবাদ যাওয়ার পথে ওয়াজিরাবাদের গুজরানওয়ালার আল্লাহ হো চকের কাছে এ হামলা চালানো হয়। এ সময় নেতাকর্মীরা দিগিবেদিক ছোটাছুটি ও হুড়োহুড়ি করে। পুলিশ জানায়, হামলায় ইমরান খানের পায়ে তিনটি গুলি লেগে। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শঙ্কামুক্ত। পুলিশ আরও জানায়, একমাত্র হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। একাধিক টেলিভিশন চ্যানেলে পায়ে ব্যান্ডেজ বাঁধা ইমরান খানকে দেখা গেছে। নিরাপত্তা টিমের সহযোগিতায় তাকে কনটেইনার থেকে দ্রুত গাড়িতে তুলে নেয়া হয়। পিটিআই নেতা ওমর আইয়ুব খান জানান, গুলিবিদ্ধ ইমরান খানকে লাহোরের শওকত খানুম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জরুরি বিভাগে তার অস্ত্রোপচার হয়েছে। এ ব্যাপারে পরে চিকিৎসকরা বিস্তারিত জানাবেন। এদিকে বল টিভিকে পিটিআই নেতা ইমরান ইসমাইল জানান, যখন হামলা হয়, তখন আমি ইমরান খানের পাশে ছিলাম। হামলাকারী ছিল একেবারে কনটেইনারের সামনে এবং তার হাতে ছিল একে-৪৭ রাইফেল। এটি ছিল সরাসরি গুলিবর্ষণ। ভয় দেখানোর জন্য নয়, গুলি ছোড়া হয়েছে হত্যা করার জন্য। তিনি বলেন, ইমরান খানের পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে। তিনি আরও বলেন, ‘আততায়ী’ সাবেক প্রধানমন্ত্রীকে বা তার কোনো সমর্থককে ভয় দেখাতে ব্যর্থ হয়েছে। টুইটারে পিটিআই নেতা ফারুখ হাবিব লিখেছেন, ইমরান খান আহত হয়েছেন। গোটা জাতি তার জন্য প্রার্থনা করছে। আল্রাহ তাকে রক্ষা করুন। ইমরান খান আশঙ্কামুক্ত জানিয়ে পিটিআই মুখপাত্র ইফতেখার দুরানি দলের নেতাকর্মীদের লংমার্চ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ওয়াজিরাবাদে পিটিআই সমর্থকদের তিনি বলেন, কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না। ইমরান খানের ওপর হামলার ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি নিন্দা জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ খান নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন। আইজিপি ও পাঞ্জাবের মুখ্যসচিবকে দ্রুত প্রতিবেদন দিতেও তিনি নির্দেশ দিয়েছেন। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারিও নিন্দা জানিয়েছেন। ইমরান খান জনগণকে বিভ্রান্ত করছেন-হামলাকারী : পিটিআই চেয়ারম্যান ইমরান খানের হামলাকারী বলেছে, ইমরান খানকে তিনি হত্যার চেষ্টা করেছেন। কারণ তিনি (ইমরান) জনগণকে বিভ্রান্ত করছেন। একটি ভিডিও স্টেটমেন্টে হামলাকারী জানান, ইমরানের আচরণ আমি সহ্য করতে পারছিলাম না। এজন্য তাকে আমি একাই হত্যার চেষ্টা করেছি। আমার সঙ্গে আর কেউ ছিল না। ইমরান খান লাহোর ছেড়ে আসার পর থেকেই তাকে হত্যার চেষ্টা চালিয়ে আসছি। ওই ব্যক্তি আরও বলেন, সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে হত্যা করার। আমি শুধু ইমরান খানকে হত্যা করতে চেয়েছিলাম, অন্য কাউকে নয়। এ হামলার পরপরই পুলিশ তাকে (হামলাকারী) গ্রেফতার করে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More