১৬ কেজি ভারতীয় গাঁজাসহ নজরুল শেখ (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোরে ভারত থেকে গাঁজা আনার সময় সীমান্তবর্তী খাসমহল গ্রামের মাঠ থেকে তাকে আটক করে বিজিবি রংমহল ক্যাম্পের একটি অভিযান দল।
আটক নজরুল ইসলাম শেখ খাস মহল গ্রামের মৃত হুজুর শেখের ছেলে।
অভিযানের সময় নজরুল ইসলামের দুই সহযোগী মিশকাত আলী ও আশরাফুল ইসলাম পালিয়ে গেছে বলে জানায় বিজিবি।
আটক নজরুল ইসলাম ও তার পালিয়ে যাওয়া দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আজ দুপুরে গাংনী থানায় তাদেরকে সোপর্দ করা হয়েছে।