ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগগঞ্জে করোনার উপসর্গে একজন মারা গেছেন। উপজেলার কাশিপুর গ্রামে শুকুর আলী নামের এই ব্যক্তি ঢাকা শ্বশুরবাড়ি বাড়ি ফেরেন। তার নমুনা সংগ্রহ করার পাশাপাশি ওই বাড়িটি লকডাউন করেছে প্রশাসন।
ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, তিনি বুধবার রাতে জ্বর, সর্দি কাশি নিয়ে ঢাকা থেকে কাশিপুর গ্রামে শ্বশুর বাড়ি আসেন। বৃহস্পতিবার ভোর সোয়া ৫টায় তিনি মারা যান। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী দাফন করা হয়েছে। বাড়িটি লকডাউন করা হয়েছে।