টিপ্পনী – কী হবে ওসব বলে
আহাদ আলী মোল্লা
কী হবে ওসব বলে
আহাদ আলী মোল্লা
পোশাকে আশাকে চালে ও চলনে
মেধাবী মানুষ গড়নে ফলনে
জুড়ি নেই বটে তার,
এই কারণেই চোখে ধুলো দিয়ে
বরাবরই হন পার।
গালাগালি শুধু মুখের ভাষাতে
হুমকি ধামকি মানুষ ফাঁসাতে
দক্ষতা আছে ঢের,
টাকার খেলাও খেলে যান তিনি
মেলা মেলা অঙ্কের।
জায়েজ হয়েছে আড়ালে আড়ালে
সবই বোঝা যায় দু চোখ নাড়ালে
তবে খুলবো না মুখ;
বেশি কথা হলে হয় তো আমার
মাটি হয়ে যাবে সুখ।
চাকরিও যাবে চলে;
কেউ থাকবে না আমার পেছনে
কী হবে ওসব বলে?
সূত্র (তেতুল শেখ কলেজের অধ্যক্ষকে গালাগালি ও হুমকি)