টিপ্পনী – বাজার

আহাদ আলী মোল্লা

বাজার
আহাদ আলী মোল্লা

বাড়ার তালেই বাজার গরম
দুর্ভোগে রোজ পড়ছি চরম
চাল ঘরে নেই ডাল ঘরে নেই
রসুন পেঁয়াজ ঝাল ঘরে নেই
পকেট আমার ফাঁকা;

দফায় দফায় দামের শিকার
এতে বা ছাই ক্ষতি কী কার
ঘাস কোথা পাই বাঁশ কোথা পাই
ছাগল গরু হাঁস কোথা পাই
গচ্ছিত নেই টাকা;

চলছে এখন বাঁচার লড়াই
পুরোই গায়েব সাহস বড়াই
তেলের বাজার সেলের বাজার
ঘুরছি নিচের-রেলের বাজার
মূল্যে মেজাজ খাঁ খাঁ;

তাই তো আমার শূন্য পেট;
হাসছে দেখে সিন্ডিকেট!

সূত্র: (দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গায় সিপিবি’র সমাবেশ)

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More