টিপ্পনী – কী লাভ
আহাদ আলী মোল্লা
কী লাভ
আহাদ আলী মোল্লা
মরলে বাবা নিজেই তুমি
হঠাৎ সেদিন রাতে,
সেই প্রেমিকা এখন আছে
অন্যজনের সাথে।
বাপের পকেট করলে ফাঁকা
খরচ করে অনেক টাকা
কাঁদেন পিতা দিলে তুমি
কিই বা ওনার হাতে।
তোমার মতো ছেলের কাছে
পড়াশোনার কী দাম আছে
বাপের কতো খরচ হলো
জানো পড়ার খাতে?
কে মেলাবে হিসাব বলো
দু’ চোখ সবার ছলোছলো
মরলে তুমি অকালে হায়
কী লাভ হলো তাতে?
সূত্র (চুয়াডাঙ্গায় প্রেমিকাকে ভিডিওকলে রেখে প্রেমিকের আত্মহত্যা)।