আন্দুলবাড়িয়ায় ভৈরব নদ খনন কাজে ১০ লাখ টাকার ফসলহানির অভিযোগ

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ায় ভৈরব নদ খনন কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০ লাখ টাকার ফসলহানি করার অভিযোগ উঠেছে। গত রোববার কর্চাডাঙ্গা গ্রামের প্রবাসী আবুল কাশেমের স্ত্রী চম্পা খাতুন ক্ষতিপূরণ দাবি করে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগসূত্রে জানা গেছে, কর্চাডাঙ্গা গ্রামের প্রবাসী আবুল কাশেমের স্ত্রী চম্পা খাতুন গত ২ বছর আগে বাঁকা ইউনিয়নর মোক্তারপুর গ্রামের তোফাজ্জেল হোসেন তোফা নিকট কুলতলা মৌজায় ৪ বিঘা জমি বার্ষিক ৫৫ হাজার টাকায় লীজ নিয়ে তিনি পেয়ারা বাগান করেন। ভৈরব নদী খনন প্রকল্পের ঠিকাদার বাগানের তারকাঁটা তুলে ফলন্ত পেয়ারা গাছ কেটে ও মাটি তুলে প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি করেছে। তিনি বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে পেয়ারা বাগান গড়ে তোলার পর ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ব্যক্তি মালিকানাধীন জমির ফসল তছরুপ ও ক্ষতিগ্রস্ত করায় তিনি একমাত্র অর্থকারি ফসল হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত নারী সরেজমিনে তদন্তপূর্বক ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান। এ অভিযোগ পত্রে সত্যতা জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় মতামত নেয়া সম্ভব হয়নি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More