করোনা প্রতিরোধে মেহেরপুর পুলিশের প্রচারণা ও মাস্ক বিতরণ

মেহেরপুর অফিস: মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শহরে প্রচার-প্রচারণা চালানো ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে শহরের হোটেল বাজার, বড়বাজার ও কোর্টমোড় এলাকায় ওই প্রচার-প্রচারণা চালানো হয়। এসময় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। জনগণের উদ্দেশে পুলিশের পক্ষ থেকে বলা হয়- মহামারী করোনা প্রতিরোধে ঘরে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। বাড়ির বাইরে বের হলে মাস্ক পড়ন। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। পরিস্কার-পরিচ্ছন্ন থাকুন। নিজে বাঁচুন; অন্যকে বাঁচান। করোনা সম্পর্কিত কোনো গুজব ছড়াবেন না; গুজবে কান দেবেন না। এদিন মেহেরপুর সদর থানা পুলিশের ওসি শাহ দারা খানের নেতৃত্বে শহরে বিভিন্ন স্থানে পুলিশ ওই প্রচার-প্রচারণা চালায় ও মাস্ক বিতরণ করে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More