চুয়াডাঙ্গায় জাতীয় ফল কাঁঠাল উৎসবের প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর আহ্বায়ক কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি প্রঙ্গণের উদীচীর কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর আহ্বায়ক শেখ আসমা চুমকির সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি হাবিবি জহির রায়হান ও সাধারণ সম্পাদক আদিল হোসেন। সভায় সিদ্ধান্ত হয়,  আগামী ১ জুলাই শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কাঁঠালকথন, কাঁঠাল প্রদর্শনী, কাঁঠাল রেসিপি, কাঁঠাল খাওয়ার প্রতিযোগীতা, কাঁঠালরঙ্গ, কাঁঠালের গান ও আবৃত্তি ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হবে। তবে, মূল আকর্ষণ হিসেবে থাকবে কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা। করোনাকালীন গত দুই বছর এ আয়োজনটি না হওয়ায় এবারে আরও নতুনভাবে এ অনুষ্ঠানকে সাজানো হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর সদস্য সচিব মেহেরাব্বিন সানভী’র পরিচালনায় এ প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শেখ ফরিদ, উদীচী চুয়াডাঙ্গার সহ-সাধারণ সম্পাদিকা সম্পা দাস, দপ্তর সম্পাদক বিপ্লব কুমার, নির্বাহী সদস্য সাহাব উদ্দীন, মাসুদ আরিফ, সেলিম মল্লিক প্রমুখ। জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর সদস্য সচিব সাংবাদিক মেহেরাব্বিন সানভী জানান, এর আগে তিন বছর খুবই জমকালো আয়োজনে এ উৎসব করা হয়েছে। এবার এ আয়োজনকে আরও গুরুত্ব দেয়া হচ্ছে। বিশেষ করে কাঁঠাল খাওয়ার এ প্রতিযোগীতা যেন দেখেও শান্তি সত্যিই আনন্দদায়ক উৎসব এটি। আর বাংলাদেশের মধ্যে এটিই সবথেকে বড় কাঁঠাল উৎসব। যে উৎসবে সবাই অংশগ্রহণ করতে পারবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More