চুয়াডাঙ্গায় পথশিশু ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে ইফতার করলেন সাবেক মেয়র জিপু 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পথশিশু ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ইফতার করলেন সাবেক মেয়র জিপু চৌধুরী। গতকাল বৃহস্পতিবার পলাশপাড়া জাহানারা ফাউন্ডেশনের কার্যালয়স্থ পথ পথশিশু বিদ্যালয়ে পথশিশু ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের সাথে ইফতার করেন সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, আল্লাহ আমাদের রমজানে একসাথে ইফতারি করার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহ মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া। সমাজের কেউ পিছিয়ে থাকবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিদিনই সামনের দিকে এগিয়ে চলছে। আপনারা নিজেদেরকে দক্ষ জনসম্পদে পরিণত করার চেষ্টা করুন। নিজেকে দক্ষ করে তুলতে পারলে সমৃদ্ধ হবেন। যে উপমা এখন ব্যবহার হচ্ছে, তা আর হবে না। নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। চুয়াডাঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আপনাদের সাথে সব সময় আছে এবং থাকবে। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জাহানারা যুব মহিলা সংস্থার পরিচালক জাহানারা পারভীন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, আতিউর রহমান বিপ্লব, ইমরান আহমেদ বিপ্লব, হাফিজুর রহমান হাফিজ, আবু তাহের, জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলোন, সাধারণ সম্পাদক শেখ সামি তাপু, ইমরান আহমেদ সাবেক যুগ্মআহবায়ক সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, পৌর ১নং ওয়ার্ডের সভাপতি ওয়াশিম, সাধারণ সম্পাদক মামুন, ৩নং সাধারণ সম্পাদক টোকন, ৪নং সাধারণ সম্পাদক রবিন, ছাত্রলীগ নেতা গাজি এমদাদুল হক সজলসহ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More