চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ মিলন সংঘের প্রতিষ্ঠাতাসহ প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ মিলন সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম মনোয়ার হোসেন জোয়ার্দ্দারের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও প্রয়াত সকল সদস্যদের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়। ডিঙ্গেদহ মিলন সংঘের সদস্য নুর মোহাম্মদ বিশ^াসের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা কৃষক লীগের সাবেক সভাপতি হাজি মো. আজিজুল হক। তিনি বলেন, পাকিস্তানী শাসকদের দুঃশাসন যখন মানুষ বাকরুদ্ধ তখন ডিঙ্গেদহ এলাকার একদল উদ্যোমী তরুণরা মিলে ডিঙ্গেদহ বাজারে ১৯৬২ সালের জানুয়ারি মাসে মিলন সংঘটি প্রতিষ্ঠা করেন। এ মিলন সংঘের আড়ালে পাকিস্থানী দুঃশাসনের বিরুদ্ধে আলোচনা হতো। তাছাড়া মিলন সংঘের সদস্যদের উজ্জীবিত করে রাখার জন্য মরহুম মনোয়ার হোসেন জোয়ার্দ্দারের নেতৃত্বে নাটক মঞ্চস্থ করা হতো নিয়মিতভাবে। ৭১’র মুক্তিযুদ্ধের সময় এ সংঘের সদস্যরা এলাকায় মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু তাই নয় এলাকার ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলার জন্য মিলন সংঘের নাম অনুসারে সুনিয়র মিলন হাইস্কুল প্রতিষ্ঠা করেন। যা পরবর্তীতে ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠ নামে পরিচিতি লাভ করে। সেই সকল মানুষগুলোকে বর্তমান প্রজন্মের নিকট তুলে ধরতে হবে। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সমাজসেবক ডা. আব্দুল বারি, সিরাজুল ইসলাম, মাহাতাব উদ্দিন মিয়া, শাহাবুদ্দিন বিশ^াস খোকন। সাইফুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ডিঙ্গেদহ বাজার কমিটির সভাপতি বজলুর রহমান, মরহুম মনোয়ার হোসেন জোয়ার্দ্দারের পুত্র আরিফ হোসেন সোনা। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ডিঙ্গেদহ বাজার জামে মসজিদের ঈমাম মুফতি আবু বকর সিদ্দিকী।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More