চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধনকালে জিপু চৌধুরী – কিন্তু নিজেকে এক মুহূর্তের জন্যও মেয়র মনে করি না

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯নং ওয়ার্ডের আল-হেলাল স্কুলের অদূরে রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে এ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এসময় জিপু চৌধুরী বলেন, আপনাদের মূল্যবান ভোটে আমি জিপু থেকে মেয়র জিপু হয়েছি। কিন্তু নিজেকে এক মুহূর্তের জন্যও মেয়র মনে করি না। আমি সবসময় পৌরবাসীর চাহিদাকে গুরুত্ব দিয়েছি। আপনাদের চাওয়া ছিলো এই রাস্তাটির। আমি কথা দিয়েছিলাম আজ তা রাখলাম। আমি মেয়র হওয়ার আগে ও পরে কখনও পৌরবাসীকে মিথ্যা আশ্বাস দিইনি। তিনি আরও বলেন, আপনারা আমার কাছে সমস্যার কথা বললে আমি সমাধানের চেষ্টা করেছি কখনও কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। চুয়াডাঙ্গা পৌরসভার প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত চুয়াডাঙ্গা পৌরসভার ইতিহাসে সবথেকে সবচেয়ে বেশি উন্নয়ন কাজ হয়েছে বর্তমান পরিষদের আমলে। আমি চেষ্টা করছি সবোর্চ্চ সেবা দেয়ার জন্য। আমি সবসসময় চেয়েছি পৌরবাসীকে উদ্বুদ্ধ করতে যে তাদের এলাকার কাজ বুঝে নিতে। এতে করে উন্নয়ন কাজের মান অনেক ভালো হয়। আপনাদের কাছে এসে কাজ উদ্বোধনের একটাই কারণ আপনাদের কাজ বুঝিয়ে দেয়া। যাতে করে আপনারা কাজের মান বুঝে নিতে পারেন। আপনারা কাজ বুঝে নিলে এর সুফল ভোগ করবেন আপনারা। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল, স্থানীয় বাসিন্দা বিশারত আলী, শহিদুল ইসলাম, ডা. খায়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, অ্যাড. মঈনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More