চুয়াডাঙ্গা প্রেসক্লাব সদস্যদের সাথে পরিচিতি ও মতবিনিময়সভায় আমেরিকা প্রবাসী খালিদ মাহফুজ মারুফ

বিশ্বের যেখানেই থাকি নিজ এলাকার অসহায় মানুষের পাশে থাকবো

স্টাফ রিপোর্টার: ‘কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, চুয়াডাঙ্গা আমার নিজের জেলা হিসেবেই যখন যেভাবে সম্ভব সেভাবেই অসহায় মানুষের পাশে থাকতে চাই। উন্নয়ন তরান্বিত করার সুযোগ পেলে চুয়াডাঙ্গার জন্য তা শতভাগ করতে চাই।’
একে টেলিভিশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মো. খালিদ মাহফুজ মারুফ উপরোক্ত আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আমেরিকার সিটিজেন নেয়ার সময়ই ওই দেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়েছি। ওই দেশের রেওয়াজ অনুযায়ী হতে হয়েছে। দেশে রাজনৈতিক কোনো ইচ্ছেই আমার নেই। একে টেলিভিশন করেছি বিনোদনসহ অজানাকে জানার সুযোগ সৃৃষ্টির জন্য। অল্পদিনে আমরা অনেকটাই এগিয়েছি। আনজাম খালেক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একে টেলিভিশনের কার্যক্রম এগিয়ে নিচ্ছেন। চুয়াডাঙ্গা আমার নিজের জেলা। নিজের জেলায় এসে চুয়াডাঙ্গা প্রেসক্লাব’র আয়োজনে সাংবাদিকদের সাথে পরিচিত ও মতবিনিময়ে মিলিত হতে পেরে খুবই ভালো লাগছে। চুয়াডাঙ্গা প্রেসক্লাব এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দাতা সদস্যপদ নিয়েছি। আগামীতে যখন যতটুকু পারবো সাংবাদিকদের এ প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবো।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসক্লাব মিলনয়াতনে চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য এমরাজ উদ্দীন খোকন, একে টেলিভিশনের এমডি প্রেসক্লাব সদস্য আনজাম খালেক। চুয়াডাঙ্গা প্রেসক্লাব’র সহ সাধারণ সম্পাদক ইসলাম রকিব উপস্থাপিত আলোচনাসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন প্রবীণ সাংবাদিক এমএম আলাউদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সদস্য এমএ মামুন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদ, প্রেসক্লাব সদস্য হুসাইন মালিক প্রমুখ। বক্তব্য পর্বের আগে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত সাংবাদিকেরা পরিচয় দিয়ে অতিথির সাথে পরিচিত হন।
বিশেষ অতিথি ও শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে বক্তাদের মধ্যে অনেকেই বলেন, আমেরিকায় থেকেও করোনাসহ নানা সংকটে খালিদ মাহফুজ মারুফ অর্থ পাঠিয়ে দুস্থদের পাশে দাঁড়ানোর তাগিদ দিয়েছেন। কোথায় কি করলে দুস্থদের দুর্ভোগ লাঘব হবে তাও শুনে তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন। বক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে আয়োজনের প্রধান অতিথি মো. খালিদ মাহফুজ মারুফ বক্তব্যে বলেন, আমেরিকায় শত ব্যস্ততার মধ্যেও কেনো যেনো মনে হয় চুয়াডাঙ্গা কেমন আছে জেনে দেখি। কিছু করার থাকলে করার চেষ্টা করি। সাংবাদিকদের যেভাবে আজ পাশে পেলাম এভাবে পাশে পেলে আগামীতে আরও অনেক কিছু করবো ইনশাল্লাহ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More