দর্শনা চেকপোস্টে স্বাস্থ্য বিভাগের অনিয়মের অভিযোগ : তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

দর্শনা অফিস: দর্শনা জয়নগর চেকপোস্টে ভারত থেকে আগত যাত্রীদের নমুনা পরীক্ষা ছাড়াই করোনা নেগেটিভ সনদ প্রদানসহ টাকা নিয়েও রশিদ না দেয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে। এ সংক্রান্ত প্রতিবেদন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় প্রকাশিত হয় গত ১৫ জানুয়ারি। এরই প্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও করেছেন ঘটনাস্থল পরিদর্শন। জেলা প্রশাসক কর্তৃক পৃথক তদন্ত কমিটি গঠন করা হয় পরদিনই। ৩ সদস্য বিশিষ্ট পৃথক দুটি কমিটির প্রধান যথাক্রমে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ। কমিটির অন্যরা হলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সিভিল সার্জন প্রতিনিধি ডা. আওলিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অমিত কুমার বিশ্বাস ও মেডিকেল টেকনোলোজিস্ট এএসএম ফারুক আহমেদ। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমানের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি জয়নগর চেকপোস্ট পরিদর্শনে আসেন। কথা বলেন অভিযুক্ত স্বাস্থ্যকর্মী, ইমিগ্রেশন ও কাস্টমস কর্মকর্তাসহ স্থানীয়দের সাথে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হেনা জামাল শুভ, সিভিল সার্জন প্রতিনিধি ডা. আওলিয়ার রহমান, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই আব্দুল আলীম প্রমুখ। এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধানের কাছে কবে নাগাদ প্রতিবেদন দাখিল করা হবে জানতে চাইলে তিনি বলেন, যতো দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More