দর্শনা মোবারকপাড়া মসজিদের ভিত্তিস্থাপনকালে এমপি আলী আজগার টগর

ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ বিনির্মাণ একটি মহতী উদ্যোগ
দর্শনা অফিস: দর্শনা মোবারকপাড়া জামে মসজিদ প্রতিষ্ঠিত হয় ১৯৭৯ সালে। যে কারণে জরাজির্ণ হয়ে পড়ে মসজিদ ভবনটি। দামুড়হুদা উপজেলা যুবলীগের সহসম্পাদক আব্দুল মান্নান খান ও দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতাসহ মহল্লার ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিক প্রচেষ্ঠায় মসজিদের পুরাতন ভবনটি ভেঙে আধুনিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। সে মোতাবেক মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর। ভিত্তি প্রস্তর স্থাপনকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আজগার টগর বলেন, বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে সচেষ্ট ভূমিকা পালন করছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জরাজির্ণ ভবন ভেঙে আধুনিকভাবে নির্মাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এ সরকার গণমানুষের সরকার। এসময় উপস্থিত ছিলেন দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, বিএনপি নেতা হাজি খন্দকার শওকত আলী, যুবলীগ নেতা আব্দুল মান্নান খান, শেখ আসলাম আলী তোতা, মসজিদ কমিটির সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More