দামুড়হুদার চন্ডিপুরে হয়ে গেলো শ্রী শ্রী মা মনসা পুজা ও ঝাপান খেলা

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার চন্ডিপুরে হয়ে গেলো শ্রী শ্রী মা মনসা পুজা ও ঝাপান খেলা। গতকাল মঙ্গলবার প্রতি বছরের ন্যায় এবারও সারাদিনব্যাপী খেলা অনুষ্ঠিত হয়েছে। বিষধর সাপকে বশে আনা মানুষের কাছে চিরকালই আকর্ষণীয়। তারপরও যদি একের পর এক প্রদর্শন করা হয় বিষধর সাপের নানা কৌশল তাহলে তো কথায় নেই। এমনই এক ঝাপান খেলা (সাপ খেলা) অনুষ্ঠিত হয়েছে দামুড়হুদার কুড়–লগাছি ইউনিয়নের চন্ডিপুর হিন্দুপাড়ার পুজামন্ডবের সামনে। প্রায় ৩০ বছর ধরে এই গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ মনসা মঙ্গলের পূজা উপলক্ষে আয়োজন করে আসছে ঝাপান খেলা। মোট ২টি দল অংশগ্রহণ করে। বাদ্যের তালে তালে আর বাশির সুরে একে একে ঝুড়ি ও হাড়ি থেকে বের হয়ে আসে গোখরাসহ বিভিন্ন বিষধর সাপ। মনসা মঙ্গলের পালা গানসহ বিভিন্ন গানের সাথে বাদ্যের তালে সাপুড়েকে নিজে নাচতে হয় আর সাথে ফনা তুলে সাপও বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে। সাপুড়ের ইশারায় সাপের এই অঙ্গ ভঙ্গি প্রদর্শন মানুষকে দেয় অনাবিল আনন্দ। দামুড়হুদার হিন্দু সম্প্রদায়ের স্ত্রী-পুরুষসহ বিভিন্ন এলাকার বৃদ্ধ, দৃদ্ধা, নারী-পুরুষ শিশু সকলেই উপস্থিত থেকে নিবিড় দৃষ্টিতে উপভোগ করেন এই খেলা। আর খেলাকে ঘিরে এখানে সৃষ্টি হয় উৎসবের আমেজ। বসে ছোট আকারের মেলা। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলা। তবে সাপুড়েরা বলছেন, খেলা দেখিয়ে যে পয়সা পাওয়া যায় তা দিয়ে জীবন চলে না। ঝাপান খেলায় অংশগ্রহণ করে সুবুলপুর সাপুড়ে দল ও চন্ডিপুর সাপুড়ে দল। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাথাভাঙ্গার সাংবাদিক হাসমত আলী, সাবেক ইউপি সদস্য আবু ছিদ্দিক, রেজু আহম্মদ, তারিক, পুজা কমিটির সভাপতি সুভাস হালদার, সম্পাদক তাপস হালদারসহ আরও উপস্থিত ছিলেন রমেস হালদার, নরেন হালদার, সঞ্জয় হালদার, রঞ্জন হালদার প্রমুখ।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More