নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে তা কখনো বিফলে যায় না

দামুড়হুদার কুড়ুলগাছিতে সচেতনামূলক সভায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা

দামুড়হুদা/কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি অফিস ও কুড়ুলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক নিয়ে সচেনতামূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহম্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন-সাধারণ জনগণ যেন কোনো প্রকার হয়রানি না হয় সেদিকে খেয়াল করতে হবে এবং অফিসের বিভিন্ন ফাইল পত্র দেখেন। তারপর বেলা সাড়ে ১১টায় কুড়ুলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সচেনতামূলকসভায় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি একজন ফেরিওয়ালা, আমি কথাগুলি বিভিন্ন জায়গায় ফেরি করে বেড়াচ্ছি। আমি স্বপ্নের ফেরিওয়ালা। একটি শিশু স্কুলে থাকে মাত্র পাঁচ থেকে ছয় ঘণ্টা, বাকি আঠারো ঘণ্টা বাবা-মায়ের সাথে বাড়িতে থাকে তাহলে বাবা মায়ের দায়িত্ব বেশি। একটি শিশুর প্রথম স্কুল তার বাবা-মা। আদব-কায়দা,আচার-আচারণ, কথা বলা সব কিছুই শিক্ষা নেয় তার বাবা মায়ের কাছ থেকে, তারপর স্কুলে আসে। তাই আপনাদের বেশি বেশি সচেতন হতে হবে। এছাড়াও অভিভাবকদের সাথে কথা বলেন ও সকল ছাত্র-ছাত্রীদেরকে ক্লাসরুমে গিয়ে তাদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন। এ সময় জেলা প্রশাসক শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ও সদস্যদের বলেন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে তা কখনো বিফলে যায় না। জেলা প্রশাসক আরও বলেন, একটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে ঠিকমতো আসছে কি-না এবং শিক্ষকরা ঠিকমতো পাঠদান করছেন কি-না? মাঝে মধ্যেই তা পর্যবেক্ষণ করতে হবে। শিক্ষার মানোন্নয়ন করতে আরও কী কী পদক্ষেপ নেয়া যায় তা অভিভাবক সমাবেশে তাদের মতামত লিপিবদ্ধ করতে হবে। পরীক্ষায় ফলাফল ভালো করতে হলে নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নিতে হবে শিক্ষকদের। কোচিংমুখী না হয়ে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে পাঠের জটিল বিষয়গুলো সমাধান করতে হবে। স্কুলের যে সমস্ত সমস্যা আছে তা দ্রুত নিরসনের জন্য চেষ্ঠা করবো। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, দর্শনা থানার (ওসি) বিপ্লাব কুমার শাহ, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মনিরুজ্জামান, আব্দুল মজিদসহ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক হাসানুজ্জামান বিটন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More