উপজেলা নির্বাচনের তফসিল ২৪ মার্চ : ইসি

স্টাফ রিপোর্টার: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা আগামী ২৪ মার্চ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এর আগে চার ধাপের ভোটের সময়সূচি জানালেও এখনো তফসিল দেয়নি সাংবিধানিক সংস্থাটি। এদিকে, উপজেলা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) বেশ কয়েকটি নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালা সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধিমালাগুলো আসন্ন নির্বাচনে প্রয়োগ করা হবে জানা গেছে। এবারের উপজেলা নির্বাচনে নতুন বিধিমালায় চেয়ারম্যান প্রার্থীদের জামানত ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচনে প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত করার মতো কঠিন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া এখন থেকে নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে ২৫০ ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর তালিকা জমা দেয়ার বিধান বাতিল করেছে নির্বাচন কমিশন। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বার্তা২৪.কমকে জানান, সরকারি সফর শেষে সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল দেশে আসবেন। তারপর ২৪ মার্চ কমিশনের সভা হলে ওইদিনই পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা হতে পারে। তিনি জানান, এবারের উপজেলা নির্বাচনে অনেকগুলো নতুন বিধিমালা ও আচরণ বিধিমালা যুক্ত হবে। আমাদের সংশোধিত বিধিমালাগুলো আসন্ন নির্বাচনে প্রয়োগ করা হবে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে প্রথম ধাপে ১৫৩টি, ১১ মে দ্বিতীয় ধাপে ১৬৫টি, ১৮ মে তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ২৫ মে ৫২টিসহ মোট ৪৮১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে। দেশে উপজেলার সংখ্যা ৪৯৫টি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More