শোকের মাসে শপথ নিই দুর্নীতিমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার

জাতীয় শোক দিবস পালনে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে প্রস্তুতিসভা : দর্শনায় এমপি টগর
স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গায় জেলা পরিষদের উদ্যোগে শোক দিবসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও জেলা আইনজীবী সমিতির উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে দর্শনা, কুড়–লগাছি ও কার্পাসডাঙ্গায় দিবসটি উপলক্ষে প্রস্তুতিসভার আয়োজন করা হয়। দর্শনায় আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের আহ্বানে ১৯৭১ সালে এ দেশের দামাল ছেলেরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। দীর্ঘ ৯ মাস আমরণ লড়াইয়ের মধ্যদিয়ে অর্জিত হয়েছিলো আজকের স্বাধীনতা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার সেই মহা নায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিলো দেশের কলংকিত সন্তানেরা। শেখ মুজিবুর রহমানকে হত্যা করায় জাতি পড়েছিলো গভীর সংকটে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর দীর্ঘ ৩২ বছর নিপীড়িত ও লাঞ্ছিত ছিলো দেশের মানুষ। শেখ হাসিনা সরকার গঠনের পর থেকে দেশে শান্তি, শৃংখলা ফিরে এসেছে। তাই আসুন শোকের মাসে শপথ নিই বিশ্ব মানবতার মূর্ত প্রতীক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকার গঠন করি।
চুয়াডাঙ্গায় জেলা পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি গ্রহণ করেছে। জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীনকে আহ্বায়ক করে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট শনিবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা পরিষদের ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মসূচিতে জেলা পরিষদের অংশগ্রহণ। সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল সাড়ে ৭টায় জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ। বাদ জোহর জেলা পরিষদ মসজিদে বিশেষ মোনাজাত। জাতীয় শোক দিবসের পোস্টার ছাপিয়ে ব্যাপক প্রচার। সারা মাসব্যাপী কালো ব্যাচ ধারণ। জেলা পরিষদের ভবনসমূহে জাতীয় শোক দিবসের ড্রপ ওয়াল ব্যানার প্রদর্শন। জেলা পরিষদ ওয়েব ও ফেসবুকের মাধ্যমে জাতীয় শোক দিবসের অনলাইন পোস্টার প্রদর্শন/ প্রচারসহ শোক দিবসের কর্মসূচি বহুল প্রচার। চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন জানান, জাতীয় শোক দিবস-২০২০ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানসমূহে অংশগ্রহণের পাশাপাশি জেলা পরিষদ কর্তৃক সকল কর্মসূচিতে জেলা পরিষদের সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত এবং আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে নির্বাহী কমিটির জরুরিসভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাড. মোল্লা আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরিসভায় সাধারণ সম্পাদক আবুল বাশার, সহসভাপতি মামুন আকতার, যুগ্ম সম্পাদক এসএম হুমায়ুন কবীর, নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিন (৩) ও আবু তালেব এবং উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৫ আগস্ট শনিবার জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, জেলা প্রশাসক কার্যালয়ে সকাল ৭টায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি এবং এতিমখানায় অসহায় ও দুস্থ শিশুদের মাঝে খাবার পরিবেশন করা। আগামী ১৬ আগস্ট রোববার বেলা সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনের নতুন হলরুমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সকল আইনজীবীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষ্যে সর্বস্তরে চলছে প্রস্তুতি। গতকাল বুধবার বিকেলে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। দর্শনা পৌর আ.লীগের সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম ও ধর্ম বিষয়ক সম্পাদক হাজি জয়নাল আবেদীন। দামুড়হুদা উপজেলা ও দর্শনা পৌর আ.লীগের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, আব্দুল আজিজ, খলিলুর রহমান ভুট্রো, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, শফিকুল আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, শফিকুল আলম, আতিয়ার রহমান হাবু, আবু সাঈদ খোকন, অ্যাড. রফিকুল আলম রান্টু, বিল্লাল হোসেন, হবা জোয়ার্দ্দার, জিয়াবুল হক, সোলায়মান কবির, ফয়সাল, মুকুল মিয়াজি, আব্দুর গফুর, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর হান্নান ছোট, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, মামুন শাহ, আয়নাল রওশন, আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, ছাত্রলীগ নেতা নাজিম আহমেদ, লোমান, অপু সরকার প্রমুখ। সভায় প্রয়াত উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও দোয়া করা হয়েছে।
কুড়–লগাছি প্রতিনিধি জানিয়েছেন, কুড়–লগাছি ইউনিয়ন আ.লীগের উদ্যোগে এক প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে কুড়–লগাছি ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এম হাবিবুল্লাহ বাহার। উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, কুড়–লগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, হাসমত আলী, জামান তারিক, আব্দুর রশিদ, জুলু, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর, আশরাফুল আলম, ছিদ্দিক, রেজু, লিয়াকত আলী, রেকাব আলী, শমসের, ইনছান, জলিল, আসাদুল, শফিকুর রহমান শফি, আলী আজগার সোনা, কুড়–লগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মদ প্রমুখ।
কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কার্পাসডাঙ্গায় প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিক্ষক শফিকউর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সহসভাপতি সহিদুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মুনছুর আলি, আব্দুল কাদের বিশ্বাস, ইসরাফিল ম-ল, নুরুল মালিতা, সিরাজুল ইসলাম, আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, আনছার আলী, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মখলেছুর রহমান রিপন, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, নিমু ম-ল, প্রকৃত বিশ্বাস, মন্টু মেম্বার, রমজান আলী, শরিফ মেম্বার, বাহাদুর আলি, লুৎফর রহমান, শওকত আলি, ইলিয়াস মালিতা, রেজাউল করিম মিন্টু, ডা. রবিউল হক, রবিউল ইসলাম, আমিনুল ফুরুই, সিরাজুল ইসলাম, শওকত আলী, ফকির শেখ, লিয়াকত আলী, নাসির উদ্দিন, আশরাফ আলী, আব্দুস সালাম, শহিদুল সর্দ্দার, সাইদুর রহমান সাইদ, সবুর মেম্বার, আব্দুস সালাম, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম এপি, যুগ্মসম্পাদক রতন বিশ্বাস, প্রচার সম্পাদক মেহেদী হাসান মিলন, দফতর সম্পাদক বখতিয়ার খলজি বকুল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More