স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার আহ্বান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। মহামারি করোনার টিকা গ্রহণ করে নিজেকে সুরক্ষিত রাখুন এবং অন্য ব্যবসায়ীদের টিকা নিতে উৎসাহিত করুন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক ভার্চুয়াল কমিটির সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া আফরীন এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক কমিটির সভায় কমিটির সদস্য সচিব এনডিসি সবুজ কুমার বসাক, জেলা মাঠ সংগঠক সহিদুল ইসলাম, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু ও সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ এবং কমিটির সদস্যরা ভার্চুয়াল অংশগ্রহণ করেন।
সভায় বাজারের ব্যবসায়ীরা বাটখারার পরিবর্তে ডিজিটাল স্কেল, কাপড়ের মাপে গজের পরিবর্তে মিটার ব্যবহার ও পলিথিন ব্যবহার না করার বিষয়ে গুরুত্ব প্রদান করেন। এছাড়া পুরাতন বাজারের গলির ভেতর ৯ ফুট রাস্তা রয়েছে। ওই রাস্তার ৪ ফুট রাস্তা চৌকি ও বিভিন্ন মালামাল ঝুলিয়ে রেখে ব্যবসায়ীরা ব্যবসা করায় ভোক্তাদের অধিকার ক্ষুণœ হচ্ছে। অবিলম্বে ওই সকল অবৈধ চৌকি সরিয়ে নিতে অনুরোধ করা হয়েছে। যদি না সরানো হয় মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নীচের বাজারের গোস্তের মার্কেট, শাকসবজি মার্কেট, কলা মার্কেট, ফেরিঘাট রোড, সদর হাসাপতাল রোডসহ পৌর এলাকার সর্বত্র অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া আফরীন আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ করতে হবে। রাষ্ট্রের আইন মেনে চলতে হবে। সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More