কালভার্টের মুখ মাটি বন্ধ করে দেয়ায় জলাবদ্ধতার সৃষ্টি : ফসলসহ বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কের পুড়াপাড়া কোষাঘাটার মাঝামাঝি সরকারি কালভার্টের মুখ মাটি দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। ইম্প্যাক্ট ফাউন্ডেশনের লোকজন গত বছর ওই কালভার্টের মুখে মাটি ফেলে বন্ধ করে দেয় বলে জানান স্থানীয় চাষিরা। দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কের ওপর নির্মিত ওই কালভার্টের মুখ বন্ধ করে দেয়ায় পানি বের হতে না পেরে তলিয়ে গেছে মাঠে থাকা বেশকিছু ফসলের জমি। এছাড়া কোষাঘাটা গ্রামের কয়েকজনের বসতবাড়ির সামনে জমে আছে হাটু সমান পানি। সরকারি কালভার্টের মুখ থেকে মাটি অপসারণ পূর্বক ফসলি জমি বাঁচাতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার ভূক্তভোগী ক্ষতিগ্রস্থ চাষিরা।
ক্ষতিগ্রস্থ চাষিরা জানান, সড়কের পশ্চিম দিকের মাঠে দামুড়হুদা পুড়াপাড়া গ্রামের বেশকিছু চাষির ধান, বেগুনসহ পেঁপের আবাদ রয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে জমিতে পানি জমে যায়। সড়কের ওপর নির্মিত ওই কালভার্টের মুখ মাটি দিয়ে বন্ধ করে দেয়ায় অপসারণ হচ্ছে না মাঠের পানি। ফলে তলিয়ে গেছে বেশকিছু ফসলি জমি। এরমধ্যে পুড়াপাড়া গ্রামের আ. রাজ্জাক, রবিউল, হেলাল ও জাকির হোসেনের ১০ কাঠা জমির ধান, একই গ্রামের আবুল কাশেমের ১২ কাঠা জমির কচু, দেড়বিঘা জমির চারা আমবাগান, আবু তালেবের ১০ কাঠা জমির বেগুন এবং ১০ কাঠা জমির পটল, মোতালেবের ১ বিঘা জমির পেঁপেসহ আরও কয়েকজন চাষির মাঠে থাকা ফসল পানিতে তলিয়ে বিনষ্ট হচ্ছে। পানি অপসারণ না হওয়ায় কোষাঘাটা গ্রামের জয়নাল আবদীনের মুরগীর খামারের মধ্যে হাটু সমান পানি জমে গেছে। এছাড়া বেশকয়েকজনের বসতবাড়িতে পানি জমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জমে থাকা পানি এখনই অপসারণ করা না হলে ব্যাপক ক্ষতির সম্মুখিন হবেন বেশকিছু কৃষক। বিষয়টির গুরুত্ব বিবেচনা পূর্বক পানি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের লক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার ভূক্তভোগী ক্ষতিগ্রস্থ চাষিরা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More