গাংনীর খাসমহলে খাস জমি দখল করে মার্কেট নির্মাণ : এলাকায় ক্ষোভ

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী খাসমহল গ্রামে খাস জমি জবর দখল করে মার্কেট নির্মাণ করছেন আইনাল হক নামের এক ব্যবসায়ী। স্থানীয় বাজার হিসেবে দীর্ঘদিন ওই জমি ব্যবহৃত হয়ে এলেও তা নিজের দাবি করে পাকা দোকানঘর নির্মাণ করছেন তিনি। এ নিয়ে গ্রামের মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এদিকে স্থানীয় তহশিলদার খাস জমি হিসেবে চিহ্নিত করে মার্কেট নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিলেও নানা কৌশলে নির্মাণ কাজ সম্পন্ন করার অপচেষ্টা করছেন আইনাল হক।
জানা গেছে, খাসমহল গ্রামের বাসিন্দা গাংনী বাজারের গার্মেন্টস ব্যবসায়ী আইনাল হক সাম্প্রতিক সময়ে গ্রামের বাজারের মার্কেট নির্মাণ শুরু করেন। দীর্ঘ ২৫ বছর ধরে জায়গাটি বাজারের কাজে ব্যবহৃত হয়ে আসছে। সরকারি জমি বলে এলাকার প্রায় সকলেই অবগত। এখানে সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার হাট বসে। চট পেতে বিভিন্ন প্রকার দোকানীরা নিত্যপণ্য বিক্রি করেন ওই জায়গাটিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ নম্বর তেঁতুলবাড়ীয়া মৌজার ১নং খতিয়ানের ১১৮৫ দামে জমির পরিমাণ ৮ শতক। যা বাজার হিসেবে ব্যবহার হয়ে আসছে। বছর চারেক আগে জেলা প্রশাসকের নির্দেশে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার ওই জায়গায় মাটি ভরাট করে বাজার বসানোর জন্য। সাম্প্রতিক সময়ে মার্কেট নির্মাণের মধ্য দিয়ে খাস জমি দখলের ঘটনায় এলাকার মানুষ প্রতিবাদ জানায়। খবর পেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম সরেজমিন পরিদর্শন করেন। তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার রমজান আলীকে তদন্ত করে প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন তিঁনি। গত শনিবার তহশীলদার সার্ভেয়ারকে নিয়ে মাপজোক করে খাস জমি হিসেবে চিহ্নিত করেন। এসময় মার্কেট নির্মাণ বন্ধের জন্য আইনাল হককে নির্দেশ দেন তহশীলদার।
এদিকে নির্দেশনা অমান্য করে মার্কেট নির্মানের টুকিটাকি কাজ অব্যহত রেখেছেন আইনাল হক। এ নিয়ে এলাকার মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অপরদিকে নানা অপকৌশলে মার্কেট নির্মাণ সম্পন্ন করার অপচেষ্টা করছেন আইনাল হক। তবে এ বিষয়ে আইনাল হকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More