চুয়াডাঙ্গা পৌর এলাকায় পাখির অভয়াশ্রম : টাঙানো হবে ১০ হাজার কলস

স্টাফ রিপোর্টার: সকাল থেকে রাত পর্যন্ত পাখির কলরবে মুখরিত থাকবে চুয়াডাঙ্গা পৌর এলাকা। পৌর এলাকাকে পাখিদের অভায়শ্রম করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা পৌরসভা। পৌর এলাকার সব কয়টি ওয়ার্ডের গাছে গাছে মাটির কলস ঝুলিয়ে দিয়ে পাখিদের আবাসস্থল গড়ে তুলবে চুয়াডাঙ্গা পৌরপরিষদ। একইসাথে পৌর এলাকায় পাখির অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পৌর পানি শোধনাগার এলাকায় এ কার্যক্রম শুরু করা হয়। এসময় গাছের ডালে মাটির কলস ঝুলিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু।
এসময় জিপু চৌধুরী বলেন, পাখি হচ্ছে প্রকৃতির একটা সৌন্দর্য, পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়ও পাখির অনেক অবদান রয়েছে। সেই চিন্তা থেকে পৌর এলাকাকে পাখির অভয়ারণ্য গড়ার পরিকল্পনা নেয়া হয়েছে। এখন গাছপালা কেটে জনবসতি গড়ে তোলায় পাখিদের আবাসস্থল কমছে। বিলুপ্তপ্রায় হচ্ছে অনেক জাতের পাখি। তাই পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার গাছে গাছে মাটির কলস বেধে পাখির আবাসস্থল গড়ে দেয়া হবে। পর্যায়ক্রমে সবসয়টি ওয়ার্ডের গাছে গাছে ১০ হাজার মাটির কলস টাঙানো হবে। তিনি আরও বলেন, একটা বিষয়ে আমাদের সকলকে উদ্যোগ নিতে হবে। সবাইকে পাখির প্রতি ভালোবাসা সৃষ্টি করে তাদের ভয় কাটিয়ে দিতে হবে। তাহলে পাখিরা তাদেরকে নিরাপদ মনে করবে। এতে করে শীতকালে আমাদের এলাকায় সেসব অতিথি পাখি আসে তারা থেকে যাবে। আপনাদের যাদের সামর্থ্য আছে তারা নিজ বাড়ির গাছে দু-একটি করে মাটির কলস টাঙিয়ে পাখির আবাসস্থল গড়ে তুলুন। এতে করে পাখির প্রতি ভালোবাসা জন্ম নেবে। একইসাথে পরিবেশ হবে সুন্দর।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন জোয়ার্দ্দার, দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের জগলু, প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More