জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় মাসব্যাপী বিসিক শিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় মাসব্যাপী বিসিক শিল্প মেলা-২০২১’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে ফিতে কেটে এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বেলুন উড্ডয়নের পরে মেলার মাঠেই চুয়াডাঙ্গা জেলা বিসিক কার্যালয়ের প্রকল্প পরিচালক সামসুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
তিনি বলেন, অগ্নিঝরা মার্চ মাস আমাদের জীবনে একটি স্মরণীয় মাস। এ মার্চেই বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেয়া হয়েছিলো। ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিলো। এ বছরই হতে যাচ্ছে স্বাধীনতার ৫০ বছর। একই সাথে এ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন হতে যাচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন হচ্ছে। এতোগুলো আনন্দের মাঝে সারা বাংলাদেশে শিল্প মন্ত্রণালয় বিসিক শিল্প মেলার আয়োজন করছে। যা চুয়াডাঙ্গায়ও উদ্বোধন করা হলো। মুজিববর্ষকে স্মরণীয় করতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, জেলা মার্কেটিং অফিসার অফিসার শহিদুল ইসলাম, মেলার স্ট্রল সমন্বয়কারী হাজি জয়নাল আবেদিন লালু, শাহেদুল ইসলাম চাঁন ও আলী আজগর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল হাসনাত।
বিসিক চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মোট ৮৪টি স্টল নিয়ে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় আছে মেয়েদের হস্তশিল্প, পোশাক ও বিভিন্ন ধরনের দেশীয় পণ্য। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা স্বাস্থ্যবিধি মেনে চলবে না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মেলার আয়োজক কমিটি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More