জেলায় এবছর ১১৬ টি মণ্ডপে দূর্গা প্রতীমা স্থাপিত চুয়াডাঙ্গায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: আসন্ন দূর্গাপূজা ‍উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবু তারেক, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী , প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি, জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, জেলা পূজা উদযাপন কমিটির সদস্য কিশোর কুমার কুণ্ডু, আলমডাঙ্গা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল কুমার বিশ্বাস. দামুড়হুদা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার বক্তব্য রাখেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.লিটন আলী, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) দিলারা রহমান ও জীবননগর  উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মুনিম লিংকন এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানসহ পূজা উদযাপন পরিষদের সদস্যরা ‍উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবছর পূজা উদযাপনে কিছুটা ভিন্নতা আছে। করোনার সময় হওয়ায় প্রতিটি মণ্ডপের আয়োজক ও পূজারীদেরকে স্বাস্থবিধি মেনে চলতে হবে। আতশবাজি বন্ধ থাকবে। মণ্ডপগুলোতে কেবল ভক্তিমূলক গান বাজবে।সবধরণের বিশৃঙ্খলা প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর পাশাপাশি স্থানীয় উদ্যোগে স্বেচ্ছাসেবকদল গঠন করে পাহারার ব্যবস্থা করতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ) আবু তারেক বলেন, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে এবছর মণ্ডপগুলোতে স্থায়ীভাবে পুলিশদেরকে দায়িত্ব দেওয়া হবে না। আনসার সদস্যরা পূজার দিনগুলোতে মণ্ডপে স্থায়ীভাবে দায়িত্ব পালন করলেও কয়েকটি মণ্ডপ মিলে পুলিশের বিশেষ টহলদল দায়িত্ব পালন করবেন। প্রত্যেকটি মণ্ডপে পুলিশ কর্মকর্তাদের মোবাইল নম্বর দেওয়া হবে। প্রয়োজনে ডাক দিলেও সাথে সাথে হাজির হয়ে যাবে।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, এবছর জেলায় ১১৬ মণ্ডপে প্রতীমা স্থাপিত হয়েছে।প্রতিটি মণ্ডপে সরকারিভাবে বরাদ্দ বৃদ্ধির অনুরোধ জানান। জেলা প্রশাসক তাদেরকে আশ্বস্ত করেন ,সরকারি নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More