দামুড়হুদায় ফসলি জমি থেকে মাটি কাটার উপর আদালতের নিষেদ্ধাজ্ঞা

দামুড়হুদার কোষাঘাটা গ্রামের ময়নাগাড়ি মাঠে কৃষকের ফসলি জমির পাশে বড় বড় পুকুরের ন্যয় খনন করে মাটি কাটার ফলে পাশের আবাদি জমি ভাঙ্গনের মুখে পড়ে জমি নষ্ট হওয়ার আশংকায় ঐ মঠের মাটি কাটার উপর নিষেদ্ধাজ্ঞা (১৪৪)ধারা জারী করা হয়েছে। বুধবার(০৬) জানুয়ারী অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট এই নিষেদ্ধাজ্ঞা জারির আদেশ দেন।
জানাগেছে,উপজেলার কোষাঘাটা গ্রামের ময়নাগাড়ির মাঠে দীর্ঘদিন ধরে একই গ্রামের মুছা করিম,তোফাজ্জেল,খালেক,খাইরুল,শুকুর আলি,দোয়াত মল্লিক,আরিফুল ও পুড়াপাড়া গ্রামের শফি দীর্ঘ দিন ধরে ঐ মাঠ থেকে বালি ও মাটি কেটে ইটভাটাসহ বিভিন জায়গায় বিক্রি করে আসছে। উক্ত মাঠে একই গ্রামের মৃত লোকমান শেখের ছেলে ঠান্ডু শেখ এর ৭/৮ বিঘা জমি থাকায় তিনি বিভিন্ন ভাবে মাটি কাটা বন্ধ করার চেষ্টা করে।এসময় তারা চুপি সারে রাতের আধারে ও মাটি কাটতে থাকে কোন ভাবেই ঠান্ডু শেখ মাটি কাটা বন্ধ করতে ব্যর্থ হয়। পরে উপজেলা ভুমি অফিস ও দামুড়হুদা মডেল থানায় অভিযোগ করার পর ও কোন ফল না পাওয়ায় তিনি বিজ্ঞ আদালতের সরনাপন্ন হলে অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট সাজিয়া আফরীন নালিশি জমিতে ফৌদারী কার্যবিধির ১৪৪ধারা জারি করে উভয়কে আগামি ০১/০৩/২০২১ তারিখে জেলা ম্যাজিট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। গতকাল শনিবার বিকালে দামুড়হুদা মডেল থানা পুলিশ ১৪৪ধারার নোটিশ বিবাদী গণের নিকট নিকট পাঠিয়েছেন বলে জানা গেছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More