প্রধানমন্ত্রী আমাদের সব দিয়েছেন কোনো কিছুই চাওয়ার থাকবে না

গাংনীতে চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সাগর

গাংনী প্রতিনিধি: মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডা. এএসএম নাজমুল হক সাগর বলেন, বর্তমান মেয়র আহম্মেদ আলী চলতি মেয়াদে দায়িত্ব নেয়ার পর পূর্বের সেই গাংনী ইউনিয়নের অবহেলিত অঞ্চল চিহ্নিত করে উন্নয়নের রূপরেখা তৈরি করেছেন। যা বাস্তবায়নের মধ্যদিয়ে গাংনী পৌরসভা হচ্ছে দৃষ্টিনন্দন এবং আরও জনবান্ধব। যা সাধারণ মানুষের দীর্ঘদিনের চাওয়া ছিল। সাধারণ মানুষের চাওয়া পূরণ করে লাইট ও রাস্তার কাজ বাস্তবায়ন করায় ফতাইপুরবাসীর পক্ষ থেকে মেয়রকে ধন্যবাদ জানান তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনী পৌরসভায় চারটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ফতাইপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের সব দিয়েছেন। আমাদের কোনো কিছুই চাওয়ার থাকবে না। আমাদের উন্নয়নের ফাইল গেলে তিনি (প্রধানমন্ত্রী) আনন্দের সাথেই পাশ করে দেন। যেটি আমরা স্বপ্নেও কল্পনা করিনি সেটিও উঁনি আমাদের দিয়ে দেন। জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানায় যে, প্রত্যন্ত অঞ্চলের গাংনী পৌরসভার উন্নয়নের দিকেও তিনি নজর রেখেছেন। আমরা গাংনী শহরটাকে সুন্দর করে সাজাতে যা যা করণীয় তাই আমরা করবো। উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মেয়র আহম্মেদ আলী বলেন, আমরা পৌরসভার উন্নয়নের জন্য বিগ প্রজেক্ট পেয়েছি। আমাদের জনপ্রশাসনমন্ত্রী আছেন, আমাদের এমপি আছেন। তাদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। তাদের হাত ধরেই আমরা পৌরসভার সব চাওয়া পূরণ করবো। আগামীদিনে আমরা সকল ক্ষেত্রে যাতে সকলের সহযোগিতা পায় সেজন্য আমাদের পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা সব সময় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তিনটি রাস্তা ও দেশের ৩০টি পৌরসভায় পানি সরবারহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় ডাম্পিং স্টেশনের উদ্বোধন করা হয়। ডাম্পিং স্টেশনসহ চারটি প্রকল্প কাজের ব্যয় ধরা হয়েছে ১১ কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More