বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জেলার চার উপজেলার ২২০ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ১ হাজার ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

গতকাল রোববার বেলা ১১টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ওই গাছের চারা বিতরণ করেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক জেলা কমান্ড্যান্ট (অতি.দা) মোহাম্মদ আমিন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারি জেলা কমান্ড্যান্ট কামরুল ইসলাম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষ, সার্কেল অ্যাডজুট্যান্ট সাইফুল ইসলাম,দামুড়হুদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত)আশরাফুল ইসলাম, সদর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক জসিম উদ্দিন, জীবননগর উপজেলা প্রশিক্ষিকা রাফেজা খাতুন, আলমডাঙ্গা উপজেলা প্রশিক্ষিকা রওশন আরা ও মিলন হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। গাছের চারা বিতরণকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আমিন উদ্দিন বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় সারা দেশের মতো চুয়াডাঙ্গায়ও গাছের চারা বিতরণ করা হলো।পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছের চারা রোপন করতে হবে। উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যদের গাছের চারার সঠিক পরিচর্যা ও যত্ন নেয়ার পরামর্শ দেন তিনি। পরে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে গাছের চারা রোপন করেন তিনি। ####

 

জহির রায়হান সোহাগ

০১৭৩৫৪৬৩১২১

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More