বীর মুক্তিযোদ্ধা ছহিউদ্দিন বিশ্বাসকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করায় মুজিবনগরে আনন্দ শোভাযাত্রা

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের গণমানুষের নেতা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে অসমান্য অবদানের স্বীকৃতি স্বরুপ ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজনকারী, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাসকে ‘স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) ২০২২’ এ ভূষিত করায় ও মন্ত্রীপরিষদ বিভাগে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এমপি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে গতকাল শুক্রবার বিকেলে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা করেছে মুজিবনগর উপজেলাবাসী। আনন্দ শোভাযাত্রায় ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আ.লীগের সদস্য রফিকুল ইসলাম তোতা, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, জেলা পরিষদের সদস্য শাহিন উদ্দীন, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক নাসিরউদ্দীন বাবলু, ইউনিয়ন আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মতিউর রহমান মতিন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা হাসানুজ্জামান লাল্টু, ইউপি সদস্য মি. বাবুল মল্লিকসহ ওয়ার্ড ও ইউনিয়ন আ.লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাচ্ছাসেবকলীগসহ আ.লীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More