রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে চুয়াডাঙ্গায় ১৪ শিক্ষার্থীর অবস্থান

 

স্টাফ রিপোর্টার: রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে চুয়াডাঙ্গা রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্কুল-কলেজের ১৪ শিক্ষার্থী। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ছয় দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির আন্দোলনে সংহতি জানিয়ে আজ তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। গত সোমবার প্রথম দিনের অবস্থান কর্মসূচিতে স্কুল-কলেজের সাত শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। বুধবার ১৪ জনে উন্নীত হয়েছে।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের সম্মান (অর্থনীতি) চতুর্থ বর্ষের ছাত্র মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ওই কলেজ ও সরকারি ভিক্টোরিয়া জুবিলি (ভিজে) মাধ্যমিক বিদ্যালয়ের ১৪ জন ছাত্র এতে অংশ নেন।

শিক্ষার্থী সাইফুল্লাহ আল সাদিক বলেন, ‘প্রতিদিনই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। আমরা ভবিষ্যতে এ আন্দোলনকে গণ-আন্দোলনে রূপ দিতে চাই। অধিকার আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলছে এবং চলবে।’

শিক্ষার্থীদের দাবিগুলো হলো টিকিট ক্রয়ে যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে; হয়রানির ঘটনায় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে; যথাযথ পদক্ষেপের মাধ্যমে টিকিট কালোবাজারি বন্ধ করতে হবে; অনলাইন কোটায় টিকিট ব্লক বা বুক করা বন্ধ করতে হবে, পাশাপাশি অনলাইন-অফলাইনে টিকিট ক্রয়ে সর্বসাধারণের সমান সুযোগ নিশ্চিত করতে হবে; যাত্রী চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে; ট্রেনের টিকিট পরীক্ষক, তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীল ব্যক্তিদের কার্যক্রম সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বাড়াতে হবে এবং ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনামূল্যে খাবার পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন-ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের নাইমুর রহমান, জহিরুল ইসলাম জনি, মনিরুল ইসলাম, রিপন ইসলাম, হাফিজুর রহমান। চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের মুশফিকুর রহমান, সাইফুল্লাহ আল সাদিক, ফাহিম উদ্দিন, মঈন আশরাফ, মাহাবুব ইসলাম আকাশ, নাসীফ আহমেদ, ইউশা হাবিবুল্লাহ মল্লিক, মোহাম্মদ পান্না ও সুমন সর্দার।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More