শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই-

আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদরাসায় সংবর্ধনা অনুষ্ঠানে ছেলুন জোয়ার্দ্দার এমপি

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদরাসার পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে দাখিল, আলিম ও এসএসসি ভোকেশনাল ২০২৪ পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনানুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা। প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে শিক্ষা পূর্ণতা পায় না। এর সঙ্গে প্রয়োজন খেলাধুলা ও সংস্কৃতি চর্চার সুসমন্বয় ঘটানো। আর এর মাধ্যমেই একজন ছাত্র-ছাত্রী পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার এসব উপাদানের সমন্বয় ঘটেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই। যাতে তারা পরিবর্তীতে বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারে। এ কথা মাথায় রেখেই সরকার শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষাকে আরো আধুনিক, উন্নত ও বিজ্ঞানসম্মত করতে চাই। শুধু সাধারণ শিক্ষা নয়, কারিগরি শিক্ষাকে আমরা গুরুত্ব দিতে চাই। যাতে একজন ছেলে-মেয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরা কিছু করতে পারে। ভালো ফলাফল করতে হলে আমাদের শিশুদের আরো মনোযোগী হতে হবে। ভবিষ্যতে যেনো ফলাফল আরো ভালো হয়, সেজন্য মন দিয়ে লেখাপড়া করতে হবে।’ অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের ছেলে-মেয়েদের সব বিষয়ের ওপর খেয়াল রাখতে হবে। ছেলে-মেয়েরা কোথায় যাচ্ছে, কী করছে, সময় মতো স্কুল-কলেজ-মাদরাসায় যাচ্ছে কী-না, তা খেয়াল রাখতে হবে। এছাড়াও আপনাদের বাড়ির আশেপাশে কোনো ছেলে-মেয়ে যদি স্কুল-কলেজে না যায় তাদের স্কুল-কলেজে যাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। আমাদের সরকার তো স্কুল-কলেজে কোনো বেতন ভাতা নিচ্ছে না, বিনামূল্যে বছরের প্রথম দিকে বই বিতরণ করছে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ্জামান লিটু বিশ্বাস, সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, সাবেক নির্বাহী সদস্য শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি রিপন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ও সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, পৌর যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, সাইফুল ইসলাম, রেজাউল হক, মুসলিমা খাতুন, বিদ্যোৎসাহী সদস্য মিরাজুল ইসলাম রঞ্জু, শিক্ষক প্রতিনিধি আসাদুজ্জামান, নাজনীন সুলতানা, আব্দুস সেলিম, রহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মুফতি সিরাজুল ইসলাম।
আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক মহসিন কামালের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, মকলেছুর রহমান শিলন, মুন্সি এমদাদ হক, আলহাজ শেখ আশাদুল হক মিকা, মোজাহিদুর রহমার জোয়ার্দ্দার লোটাস, এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল, সাবেক চেয়ারম্যান আবু তাহের আবু, মোস্তাফিজুর রহমান রুন্নু, অ্যাড. মোখলেছুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে হাজানুজ্জামান হান্নান, জয়নাল আবেদীন, মকবুল হোসেন, রাহাব উদ্দিন, বিল্লাল গণি, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ রহমতুল্লাহ, শিক্ষক শামীম উদ্দিন, রাশিদুল ইসলাম, আবু হানিফ, খালেদুজ্জামান, বিপুল হোসেন, মিল্টন, কানিজ ফাতেমা, উম্মে রোমানা খাতুন, আসমা খানম, নাজমুল হোসেন, ওমর ফারুক, শফি উদ্দিন, ঈয়ামিন মোল্লা, ইয়াহিয়া, শুকুর আলী, সীমা আক্তার, সাবিনা ইয়াসমিন, নাহিদ বিন সুলতান, শফিকুর রহমান, হাসান ঈমাম, রেজাউল হক, মুনমুন কনা, জাকিয়া সুলতানা, আব্দুল্লাহ আল মামুন, বেল্টু রহমান, নাসরিন সুলতানা, ফিরোজ আহমেদ, সাইদুর রহমান, আব্দুল বাতেন, জামাত আলী, লাইলা নাসরিন, শাহানাজ পারভীন, পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে সোনাউল্লাহ, কামাল হোসেন, জাহাঙ্গীর ইসলাম, কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, সিরাজুল ইসলাম, লাবলু, দেলোয়ার মোল্লা, আক্তারুজ্জামান, শহিদ মোল্লা, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুল হক ডিটু, আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল রানা শাহিন, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, সৈকত খান, আব্দুল কাদের রানা, মনিরুল, সৈকত খান, রাকিব আহমেদ রকি, আসিফ ইকবাল অটাল, শুভ, শরিফুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More