সবার আগে নিজের এবং পরিবারের ভালো বুঝতে হবে

চুয়াডাঙ্গায় ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভায় পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সাইবার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশের আয়োজনে শ্রেণিকক্ষে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইবার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের সাইবার সচেতনতা ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নারী ক্রিকেটারদের সনদপত্র বিতরণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গাতে ইভটিজিং জিরো টলারেন্সে নিয়ে আসতে চাই। এজন্য যা করা দরকার জেলা পুলিশ তাই করবে। ইভটিজিং চলমান সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য তোমাদের সঙ্গে আজ কথা বলতে এসেছি। দিন দিন এসব সমস্যা সমাজে প্রকট আকার ধারণ করছে। সবাইকে বলছি, সবার আগে নিজের এবং পরিবারের ভালো বুঝতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। কখনো অনাকাক্সিক্ষত কোনো সমস্যা হলে পরিবারের অভিভাবক অথবা শিক্ষককে জানাতে হবে। প্রয়োজনে সরকারি ৯৯৯ লাইনে ও জেলা পুলিশকে জানালে তৎক্ষণাৎ পুলিশি সেবা আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জন্য থানায় আলাদা ডেস্ক খুলেছেন। সেখানে মহিলা পুলিশের মাধ্যমে আগত সেবা প্রার্থীকে সেবা প্রদান করা হয়। তিনি আরও বলেন, প্রথমে আমাদের নারীদের সচেতন হতে হবে। ইভটিজিং সমাজের ব্যাধী। ইভটিজিং শুধু আমাদের আশেপাশেই হয়, এমন না। এখন স্যোশাল মিডিয়ার মাধ্যমে ইভটিজিংয়ের শিকার হচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন শুধু ইভটিজিং না। তোমাদের বাল্যবিয়ের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর পড়াশোনার কোন বিকল্প নাই। সুন্দর সমাজ গঠনের ক্ষেত্রে নারীদের অগ্রণী ভূমিকা রয়েছে। নেপলিয়ান বলেছেন তোমরা শিক্ষিত একটা মা দাও আমরা তোমাদের শিক্ষিত একটা জতি দিবো। এছাড়া নারী ক্রিকেটারদের মাঝে সনদপত্র বিতরণকালে পুলিশ সুপার মহোদয় একজন ক্রীড়া সংগঠক এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব হিসেবে ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলায় বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনিসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More