মহান বিজয় দিবস চুয়াডাঙ্গায় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা : এক ঘণ্টা ১৭ মিনিট সময় নিয়ে ফুটবলার সবুজ চ্যাম্পিয়ন

ইসলাম রকিব: মহান বিজয় দিবস-২০২৩ মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। দূরপাল্লার এ প্রতিযোগিতায় ১ ঘণ্টা ১৭ মিনিট সময় নিয়ে ১৭ কিলোমিটার পথ অতিক্রম করে চুয়াডাঙ্গা জেলা সদরের আকুন্দবাড়িয়া গ্রামের ফুটবলার মো. সবুজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। গতকাল শুক্রবার সকাল ৭টা ১২ মিনিটে দামুড়হুদার হাউলি ইউনিয়নের দর্শনা রেল গেট থেকে এ মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার বাঁশি বাজিয়ে ও সংক্ষিপ্ত আলোচনা রেখে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাছ উদ্দিন সুজন, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র উজ্জ্বল হোসেন, পৌরসভার সালিস সভার সভাপতি কাউন্সিলার কামরুজ্জামান চাঁদ, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুদ্দিন, চুয়াডাঙ্গার সাবেক কৃতি ফুটবলার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজাসহ চুয়াডাঙ্গা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ। ১৭ কিলোমিটারের দূরপাল্লার দৌড় প্রতিযোগিতায় সকলকে পেছনে ফেলে ১ ঘণ্টা ১৭ মিনিট সময় নিয়ে চুয়াডাঙ্গা জেলা সদরের আকুন্দবাড়িয়া গ্রামের জানা আলী ও ঝর্ণা খাতুনের ছেলে ফুটবলার মো. সবুজ প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেন। ১ ঘণ্টা ১৮ মিনিট সময় নিয়ে চুয়াডাঙ্গা মাঝের পাড়ার মোহাম্মদ লিটন ও মাহফুজা খাতুনের সন্তান দর্শনা সরকারি কলেজের শিক্ষার্থী মাহফুজ রহমান দ্বিতীয় স্থান অধিকার করেন। ১ ঘণ্টা ২৩ মিনিট সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন চুয়াডাঙ্গা পৌরসভার তালতলা কুঠিপাড়ার জালাল উদ্দিন ও মুক্তি বেগমের সন্তান ফুটবলার সাকিব হোসেন রোহিত। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ম্যারাথন দৌড় সম্পন্ন করে জেলা প্রশাসনের শুভেচ্ছা পুরস্কার লাভ করেন দামুড়হুদার কার্পাসডাঙ্গা বয়রা গ্রামের রাশেদ, জয়রামপুরের আলামিন, জীবননগর বাঁকা গ্রামের সাগর, একই গ্রামের মিন্টু ও চুয়াডাঙ্গা জেলা সদরের বোয়ালমারী গ্রামের নয়ন। এ প্রতিযোগিতায় পিতা ও পুত্র একই সাথে দৌড় সম্পন্ন করে মহান বিজয় দিবস ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় এক ভিন্নমাত্রা যোগ করে। পঞ্চাশ ঊর্ধ্ব বাবা ডা. রফিকুল ইসলাম ১৭ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে পারলেও তার পুত্র এ দৌড় সম্পন্ন করতে না পেরে পুলিশের গাড়িতে উঠে ফিনিশিং পয়েন্টে পৌঁছান। ১৭ কিলোমিটারের অধিক দূরত্বের দূরপাল্লার এ দৌড় প্রতিযোগিতায় দামুড়হুদার দর্শনার রেলগেটের স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা কোর্ট মোড়, শহীদ হাসান চত্বর মোড়, পৌরসভা মোড়, কবরী রোড হয়ে জেলা প্রশাসনের চত্বরে এসে শেষ হয়। জেলা প্রশাসন চত্বরের প্রধান গেটে প্রতিযোগিদের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ চ্যাম্পিয়নসহ ৭ জন সেরা প্রতিযোগী ও অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকে রিসিভ করেন। এরপর প্রতিযোগিদের আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, চুয়াডাঙ্গা সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সিনিয়র সহকারী কমিশনার শেখ মো. রাসেল, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল আলম সাদাত হোসেন, এনডিসি সাইফুল ইসলাম সাইফ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাছ উদ্দিন সুজন, সহ-সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র উজ্জ্বল হোসেন, কাউন্সিলর কামরুজ্জামান চাঁদসহ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার পরিচালকবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More