চৌধুরী সাহেবের কাছে পাত্তা পেলেন না মাহিয়া মাহি

স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ‘ভরাডুবি’র মুখ দেখেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। নির্বাচনে এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর কাছে পাত্তাই পাননি তিনি। রাজশাহী-১ আসনের ১৫৮টি কেন্দ্রে মাহি পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। অন্যদিকে ওমর ফারুক চৌধুরী পেয়েছেন এক লাখ তিন হাজার ৫৯২ ভোট। এই আসন থেকে বেসরকারিভাবি বিজয়ী ঘোষণা করা হয়েছে নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরীকে। গতকাল রোববার রাত ১০টার দিকে রাজশাহী রিটার্নিং কার্যালয় থেকে ঘোষণাকৃত ফলাফলে এই তথ্য জানা গেছে। ফলাফলে দেখা যায়, এই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে জয় পেয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৩ হাজার ৫৯২ ভোট, এমপিপি’র প্রাথী আম প্রতীক নিয়ে নুরুন্নেসা পেয়েছেন ২৯৬ ভোট, বাংলাদেশ সংস্কৃতি মুক্তি জোটের প্রার্থী ছড়ি প্রতীকে বশির আহমেদ পেয়ছেন ৩৩৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে আক্তাররুজ্জামান পেয়েছেন ২০২ ভোট, বিএনএফ’র প্রার্থী টেলিভিশন প্রতীকে আল-সাআদ পেয়েছেন ৬০৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী কাচি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। এছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদ সোনলী আঁশ প্রতীকে পেয়েছেন ২৭৩ ভোট, বিএনএম প্রার্থী নোঙ্গর প্রতীক নিয়ে শামসুজ্জোহা পেয়েছেন এক হাজার ৯১১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে মো. শামসুদ্দীন পেয়ছেন ৯৩৮ ভোট, শারমিন আক্তার নিপা মাহিয়া (মাহি) ট্রাক প্রতীক নিয়ে ভোট পেলেন ৯ হাজার ৯ ভোট, শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান বেলুন প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭১৮ ভোট। আসনটিতে মোট বৈধ ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ২৯৬ জন। বাতিলকৃত ভোটের সংখ্যা ৭ হাজার ৪৯৭টি। এছাড়া সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭৯৩টি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More