ফের সোনার দামে রেকর্ড : ভরি ছাড়ালো এক লাখ ১২ হাজার

স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভালোমানের স্বর্ণের দাম গ্রামপ্রতি ৯৫২০ টাকা থেকে বাড়িয়ে ৯৬৪০ টাকা ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস। গ্রামপ্রতি বেড়েছে ১২০ টাকা। সে হিসেবে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াচ্ছে এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। যার আগের দাম ছিল এক লাখ ১১ হাজার ৪২ টাকা। ভরিপ্রতি বেড়েছে এক হাজার ৩৯৯ টাকা। বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা আজ (বৃহস্পতিবার) থেকে কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ সাত হাজার ৩০৮ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯২ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৬ হাজার ৬৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে গত ২৩ ডিসেম্বর সব থেকে ভালোমানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক ভরি স্বর্ণের দাম এক লাখ ১১ হাজার ৪২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ছয় হাজার ২৫ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯০ হাজার ৮৬৩ টাকা নির্ধারণ করা হয়। এছাড়াও সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৫ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More