দামুড়হুদার কানাইডাঙ্গায় সড়ক দুর্ঘটনার আড়াই মাস পর আহত কালুর মৃত্যু

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কানাইডাঙ্গায় সড়ক দুঘটনার আড়াই মাস পর আহত কালু মারা গেছেন। গতকাল রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বাড়িতেই তিনি মারা যান। সিদ্দিকুর রহমান কালু (৩৬) চন্দ্রবাস গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। সিদ্দিকুর রহমান কালু চুল ব্যবসায়ী ছিলেন। গতকাল রোববার বেলা ১১টায় চন্দ্রবাস গ্রাম কবরস্থানে জানাজা শেষে মরদেহের দাফনকার্য সম্পন্ন হয়।
জানা গেছে, গত বছর ৩০ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টায় কার্পাসডাঙ্গার ডিলাক্স ইটভাটা থেকে ইটবোঝাই নিয়ে অবৈধযান ট্রাক্টর মুজিবনগরের দিকে রওনা হয়ে কানাইডাঙ্গা-চন্দ্রবাসের মাঠের কাছে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা মোটরবাইকের সামনে ধাক্কা লাগে। ইটবোঝায় ট্রাক্টর সড়কের পাশে ধানক্ষেতে উল্টে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী কালু রাস্তার ওপরে ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় কালুকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন পরিবারের লোকজনকে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More