বহরমপুরের শিল্পী মহাসম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কিত করে দেশে ফিরেছেন শুকলাল

স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গের মুরিশিদাবাদ জেলার বহরমপুর রবীন্দ্র সদন হলে অনুষ্ঠিত শিল্পী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কার্পাসডাঙ্গার সাহিত্য সংসদের সভাপতি মো. রবিউল হোসেন শুকলাল। তিনি কার্পাসাডাঙ্গা ইউপির ৫ম বারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম লস্কর আলীর পুত্র।
এক বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানিয়ে বলা হয়েছে, খোলা চিঠি আয়োজিত সমাজ সেবী সুখেন্দু বিশ্বাস স্মরণে বহরমপুরে শিল্পী মহাসম্মেলনের আয়োজন করা হয়। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হন রবিউল হোসেন শুকলাল। অনুষ্ঠানে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আয়োজনে আনুষ্ঠানিকভাবে উত্তরীয়ো পরিয়ে দেয়ার পাশাপাশি সম্মাননা স্মারক ক্রেস্টসহ বই পুস্তক উপহার দেয়া হয় আয়োজকদের তরফে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি লেখক অধ্যাপক আকমল হোসেন খোকন, শ্যামল কুমার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাচিক শিল্পী রাজা সরকার সুন্দর, সঙ্গীত পরিবেশ করেন প্রদীপ ঘোষ। বক্তব্য রাখেন অর্পণা পাল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের তথা খোলা চিঠির প্রধান সম্পাদক তারক দেব নাথ। সম্প্রতি অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগদানের পর দেশে ফিরে রবিউল হোসেন শুকলাল বলেন, চমৎকার একটি অনুষ্ঠানে যোগদান করতে পেরে সত্যিই ভালো লাগছে। গুণীজনদের অনেকেই আমাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More