দর্শনা অফিস: চলতি আখ মাড়াই মরসুমে সেটাপ বহির্ভুত ৪২ জন দিন হাজিরার শ্রমিককে ছাটাই করা হয়েছে। চাকরি ফিরে পেতে ইতোমধ্যে তারা করেছে সাংবাদিক সম্মেলন। ডাক দিয়েছে আন্দোলনের। আন্দোলনের অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ১০ টার দিকে দর্শনা রেলবাজার বটতলা চত্বরে করেছে মানববন্ধন কর্মসূচি। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যকালে কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোটি টাকা অর্থ বাণিজ্যের মাধ্যমে ওই শূন্য স্থলে লোক নেয়ার অভিযোগ তোলেন। সকলের কাজ ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রামে মাঠে থাকার হুশিয়ারিও দেয়া হয়। এ সময় বক্তব্য দেন এহসানুল হক, হারুন অর রশিদ-পান্না, রেজাউল করিম, শামসুল হক, ফরহাদ হোসেন, রাজিবুল হাসান, হারুন অর রশিদ, বশির আহমেদ, নাসিম ইকবাল রুমি প্রমুখ।
উল্লেখ্য, এ মরসুমে এহসানুল হক রাজিব, মাহব্বুব ইসলাম, রেজাউল করিম রেজা, শামসুল হক, আ. আলীম রাজু, তাজুল ইসলাম, আ. মান্নান মিন্টু, ফরহাদ হোসেন, হারুন অর রশিদ পান্না, রেজাউল করিম, শাহজামাল, শিপন, বায়েজিদ হোসেন সবুজ, মামুন, জহিরুল ইসলাম, সাইফুল, রাজিব, আরিফুজ্জামান, হারুন অর রশিদ, আতাউর রহমান, নাসিম ইকবাল, হাসিবুর, রাজিবুল, মাসুদ পারভেজ, আ. আলীম, মুকুল, আফাজ, জহুরুল, শাহবুদ্দিন, জাহাঙ্গীর, আতিয়ার, হারুন, আশফাকুর, শহিদুল, গনেষ চন্দ্র দাস, শ্যামল চন্দ্র দাস, মহিদুল, আ. রশিদ. মতিয়ার রহমান, সাইদুর, সবুজ বিশ্বাস ও সজিব হাসান ৩০ থেকে কমপক্ষে ১৫ বছর ধরে কেন আউট স্টেশন গার্ডে নিয়োজনকৃতদের ছাটাই করা হয়েছে।