দামুড়হুদা সীমান্ত এলাকা থেকে মাদকসহ প্রায় সাড়ে ১৪লক্ষ টাকার মালামাল জব্দ: আটক-২

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় করোনার ভয়াবহ অবস্থার মধ্যে ও থেমে নেই মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা। চোরাই পথে চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা। চুয়াডাঙ্গা-৬ বিজিবি দামুড়হুদার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, মদ, শাড়ী, সীট কাপড়, সিগারেট, ঔষধ ও চুল আটক করতে সক্ষম হয়েছে। এসময় ২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। চলতি মাসের ৬জুন থেকে শনিবার (১২জুন) সাত দিনে এসব মালামালসহ দুই জনকে আটক করা হয়। আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য চৌদ্দ লক্ষ চব্বিশ হাজার আটশত টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসি আজ দুপুরে এক প্রেসবিজ্ঞতিতে জানান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনস্থ দামুড়হুদা উপজেলার বারাদী, সুলতানপুর, বড়বলদিয়া, ফুলবাড়ী ও ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩ কেজি গাঁজা, ১২০ বোতল মদ, ১৮ পিস শাড়ী, ২৩১ গজ বিভিন্ন প্রকার সীট কাপড়, ১০০ প্যাকেট সিগারেট, ১০০ বোতল ঔষধ ও ১৪ কেজি ৩০০ গ্রাম চুল জব্দ করেছে। এসময় উপজেলার সীমান্তবর্তী সাড়াবাড়ীয়া গ্রামের জামাত আলির ছেলে মিরাজ হোসেন (২১) ও নাস্তিপুর গ্রামের ওসমান আলির ছেলে হাসান আলি কে(২০) ফেন্সিডিল ও গাঁজাসহ আটক করা হয়। আটককৃত চোরাচালানি মালামাল দর্শনা কাস্টমসে অফিসে ও মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। আটককৃত দুইজনকে মামলাসহ দর্শনা থানায় সোর্পদ করা হয়েছে।
আটককৃত এসব মালামালের সিজার মূল্য চৌদ্দ লক্ষ চব্বিশ হাজার আটশত টাকা।#

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More