তত্ত্বাবধায়কের অধীনে ইসি গঠন করুন বিএনপি ভোটে যাবে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ইভিএম টিভিইএম মানি না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে খালেদা জিয়াসহ সব রাজবন্দিকে মুক্তি দিলে বিএনপি নির্বাচনে যাবে, তার আগে নয়। লালমনিরহাট শহরের শহীদ সোহরাওয়ার্দী মাঠে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে বাইসাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। র‌্যালিটি প্রায় ৫ হাজার সাইকেল নিয়ে ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বড়বাড়ী মহাবিদ্যালয়ে গিয়ে শেষ হয়। মির্জা ফখরুল বলেন, দেশ থেকে যেভাবে গণতন্ত্র হারিয়ে গেছে তা পুনরুদ্ধারে আজ থেকে শুরু হলো নতুন যাত্রা। এই র‌্যালিকে আমি সাইকেল র‌্যালি বলতে চাই না। এই র‌্যালিকে গণতন্ত্রের র‌্যালি বলে অভিহিত করতে চাই। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, যে চেতনার জন্য লড়াই করেছিলাম সেই চেতনা, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে তথা হারিয়ে ফেলা গণতন্ত্র পুনরুদ্ধারে লালমনিরহাট থেকে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে তিন বছর থেকে কারাগারে বন্দি রাখা হয়েছে। বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ও ৬শ নেতাকর্মীকে গুম করা হয়েছে। সরকার আমাদের সব অধিকার হরণ করেছে। আজকের কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে, মঞ্চ করতে দেওয়া হয়নি। যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। তিনি বলেন, আসুন সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই। গড়ে তুলি জাতীয় ঐক্য। আওয়ামী লীগ স্বাধীনতার যে স্বপ্ন ও চেতনাকে ধ্বংস করেছে তা ফিরে আনতে সংগ্রাম করে জয়ী হই। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা বিএনপির আহবায়ক একেএম মমিনুল হক প্রমুখ। এ সময় রংপুর বিভাগের আট জেলার বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন। এর আগে লালমনিরহাট জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার নেতাকর্মী বিভিন্ন পোস্টার, ফেস্টুন ও রঙিন টি-শার্ট পরে বাইসাইকেল নিয়ে মাঠে জড়ো হন। র্যািলি শেষে বিকাল ৩টায় বিএনপির রংপুর বিভাগের আট জেলার আটটি ফুটবল দল নিয়ে গঠিত শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More